নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ৩:০২:৪৮
দ্য সিটিজেন টাইমস এর ক্রীড়া সম্পাদক এমএ বাকীর মাতা হাবিবা বেগমের ইন্তেকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক প্রকাশ করেছে।
হাবিবা বেগম এর মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহ্ উদ্দীন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে স্ট্যান্ডিং কমিটি ও বাফুফে কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য ২৭ এপ্রিল সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে এমএ বাকীর মাতা হাবিবা বেগম ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমারকে দাফন করা হয়।
Rent for add