নিজস্ব প্রতিবেদক : ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ১:২৫:৩২
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এখন করোনামুক্ত। দলের যে পাঁচ জনের করোনা টেস্টের নমুনায় পজিটিভ এসেছিল ফের টেস্টে তা নেগেটিভ এসেছে।
শুধু তাই নয়, দলের যে ৮ জন আইসোলেশনে ছিলেন তাদের রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। এর ফলে পুরো দলই করোনাভাইরাস মুক্ত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানা যায় গত বৃহস্পতিবার ২২ এপ্রিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ৫ জন ফুটবলারের করোনা টেস্টের নমুনা পরীক্ষা করা হয়। ২৫ এপ্রিল রিপোর্টে সবার করোনা নেগেটিভ এসেছে। তারা হলেন কৃষ্ণা রাণী সরকার, মনিকা চাকমা, আনাই মগনি, নিলুফা ইয়াসমীন নীলা ও ঋতুপর্ণা চাকমা। এর আগে তারা করোনা পজিটিভ ছিলেন।
এছাড়া আইসোলেশনে থাকা ৮ জন খেলোয়াড়ের রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। তারা হলেন রুপনা চাকমা, শামসুন নাহার, মাশুরা পারভিন, মারিয়া মান্ডা, সুরোধানী কিসকু, তহুরা খাতুন, সানজিদা, নওশান জাহান নিতি।
Rent for add