নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ২১:২০:৪৪
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ শহিদ উদ্দিন আহমেদ সেলিম দাঁতের মাড়ির ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শহিদ উদ্দিন আহমেদ সেলিমের আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেছেন বাফুফে সভাপতি কাজী মো: সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
সপ্তাহখানেক আগে সেলিমের দাঁতের মাড়ি ফুলে ব্যথা হয়েছিল। পরীক্ষার পর তার মাড়িতে ক্যান্সার ধরা পড়ে তারপর শুক্রবার হাসপাতালে ভর্তি হয়। শনিবার বিকেলে সাবেক এ ফুটবলারের মাড়ির অপারেশন করা হয়েছে।
Rent for add