নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ২১:১৫:১৩
আই লিগের ক্লাব কলকাতা মোহামেডানে খেলার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে জামাল ভূঁইয়াকে মিস করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। পরে দ্বিতীয় পর্বের জন্য সাইফে নিবন্ধন করেই জামাল ভূঁইয়া এ মাসের প্রথম সপ্তাহে চলে যান ডেনমার্ক- যেখানে তার বেড়ে ওঠা।
করোনাভাইরাস বৃদ্ধির পর সরকার প্রথম দফা লকডাউন ঘোষণা করলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব কবে শুরু হবে তা অনিশ্চিত হয়ে পড়ে। যে কারণে ডেনমার্ক চলে যান সাইফ ও জাতীয় দলের অধিনায়ক।
আগামী ৩০ এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। খসড়া ফিকশ্চার অনুযায়ী পরের দিনই খেলা আছে সাইফ স্পোর্টিং ক্লাবের। ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে আছে নিষেধাজ্ঞা। তাহলে কি জামাল ভূঁইয়া লিগের দ্বিতীয় পর্বে ক্লাবের প্রথম দিকের ম্যাচ মিস করছেন?
সাইফের সমর্থকরা আশায় বুক বাধছিলেন, রোববারই জামাল ভূঁইয়ার ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল। সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দিয়েছেন এ তথ্য।
কিন্তু নতুন খবর হলো জামাল ভূঁইয়ার ঢাকায় আসা হচ্ছে না আপাতত। কবে আসতে পারবেন, তারও ঠিক-ঠিকানা কিছু নেই। কারণ, কোপেনহেগেন বিমান বন্দরে এসে ফেরতে যেতে হয়েছে জামালকে।
এমিরেটস এয়ারলাইন্সে করে ঢাকায় ফেরার কথা জামাল ভূঁইয়ার। কিন্তু বিমান বন্দরে এসে তিনি জানতে পারেন, যেহেতু বাংলাদেশে এখনও আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়নি। ঢাকায় আসতে হলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগবে তার।
সেই অনুমতি না থাকায় এমিরেটস এয়ারলাইন্স জামাল ভূঁইয়াকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ কর। অগত্যা, বিমানবন্দর থেকে নিজের বাসায় ফেরত যেতে বাধ্য হলেন তিনি।
Rent for add