ক্যান্সারে আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক সেলিম

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ শহিদ উদ্দিন আহমেদ সেলিম দাঁতের মাড়ির ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শহিদ উদ্দিন আহমেদ সেলিমের ভগ্নিপতি, আরেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু জানিয়েছেন, ‘সপ্তাহখানেক আগে তাঁর (সেলিম) দাঁতের মাড়ি ফুলে ব্যথা হয়েছিল। আমরা আসলে ডাক্তার পরিবারের সদস্য। সবাই বসে সিদ্ধান্ত নিলাম ভালো করে পরীক্ষা করে দেখার। পরীক্ষায় তার মাড়িতে ক্যান্সার ধরা পড়ল। তারপর শুক্রবার হাসপাতালে ভর্তি করেছি। শনিবার বিকেলে তার অপারেশন হয়েছে।’

হাসানুজ্জামান খান বাবলুর চেয়ে বয়সে সেলিম দুই বছরের সিনিয়র হলেও তারা একসঙ্গেই ব্রাদার্সে খেলা শুরু করেছিলেন ১৯৭২ সালে। শহিদ উদ্দিন আহমেদ শহিদদের হাত ধরেই ব্রাদার্সে নতুন জাগরণ হয়। গফুর বেলুচকে তিনিই নিয়ে এসেছিলেন ব্রাদার্সে। দীর্ঘ ১০ বছর ব্রাদার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই স্টপার। জাতীয় দলের অধিনায়কত্ব করা সেলিম পরবর্তীতে জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন।

অপারেশনের আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাসানুজ্জামান খান বাবলু।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent