রিয়াল-অ্যাটলেটিকোর চেয়ে শক্তিশালী নয় বার্সা!

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দৌড়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা সেভিয়াও খুব বেশি পিছিয়ে নেই। মাত্র ৬ পয়েন্টের ব্যবধান এই শীর্ষ চারটি দলের মধ্যে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বার্সাকে বাকিদের চেয়ে এগিয়ে রাখছেন না তাদের কোচ রোনাল্ড কোম্যান।

বৃহস্পতিবার রাতে ক্যাম্প ন্যুতে গেটাফেকে ৫-২ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেন আরেকটি অসাধারণ নৈপুণ্য উপহার দেওয়া লিওনেল মেসি। পাশাপাশি রোনালদ আরাউহোর গোলেও অবদান রাখেন তিনি। স্বাগতিকদের পক্ষে শেষ গোলটি করেন আন্তোনিও গ্রিজমান। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘আমি মনে করি না, বাকি তিনটি দলের চেয়ে আমরা শক্তিশালী। তারাও ম্যাচের পর জিতে চলেছে। আমাদের সবারই কঠিন কঠিন ম্যাচ রয়েছে সামনে। আমার মনে হয়, শেষ দিন পর্যন্ত লড়াই চলবে।’

৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ফিরেছে বার্সেলোনা। শীর্ষ চারের বাকিরা তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর অর্জন ৭৩ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। চারে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৬৭।

লা লিগায় আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসির গোল বেড়ে হয়েছে ২৫টি। তিনি আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। এই নিয়ে টানা ১২ মৌসুম স্পেনের শীর্ষ লিগে অন্তত ২৫ গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে ১২ মৌসুমে ২৫ গোল করেছেন আর মাত্র একজন- ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসির ভবিষ্যৎ নিয়ে বার্সা কোচ যোগ করেন, ‘(বার্সায় থাকা-না থাকার) সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার হাতে। তবে সে তার মনোযোগে ঘাটতি হতে দেয় না। হতে দিলে মাঠে সেটা টের পাওয়া যায়। তাকে আমাদের দরকার। আজও (বৃহস্পতিবার) সে ম্যাচে পার্থক্য তৈরি করে দিয়েছে। আশা করি, সে আরও অনেক বছর থাকবে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent