প্রিমিয়ার লিগ হতে পারলে এএফসি কাপের ম্যাচ কেন নয়?

২৮ এপ্রিলর পর আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ২ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলার প্রস্তাব দেবে আবাহনী। ১৪ এপ্রিল ম্যাচটি ঢাকায় হওয়ার কথা ছিল। দেশে লকডাউন থাকায় এএফসি একটি নিরপেক্ষ ভেন্যু খোঁজর কথা বলেছি। তা নিযে এ পর্যন্ত পানি ঘোলা কম হয়নি।

ঢাকায়, মালদ্বীপে নাকি গোয়ায় ম্যাচটি হবে তা নিয়ে চলছিল আলোচনা। ম্যাচটি নিয়ে আবাহনীকে অবস্থান জানানোর যে সময় বেধে দিয়েছিল এএফসি তা শেষ হচ্ছে আজ শুক্রবার। ব্যাঙ্গালুরু এফসি, ঈগলস ক্লাবের সঙ্গে কথা বলে আবাহনীকে সমন্বয় করার উপদেশও দিয়েছিল এএফসি। বৃহস্পতিবার রাতে সে সভাটি হয়েছে অনলাইনে। কিন্তু মালদ্বীপের কেউ সভায় যোগ দেননি।

গ্রুপ পর্বের আগে প্লে-অফ পর্বের যে ম্যাচ দুটি আছে তা মালদ্বীপে আয়োজনের একটা অপশন ছিল। কিন্তু মালদ্বীপ পারবে না বলে এএফসিকে জানিয়ে দিয়েছে। তাদের যুক্তি-গ্রুপ পর্বের ম্যাচের জন্য সরকারের অনুমতি নেয়া আছে। এখন বাড়তি দুই ম্যাচের জন্য সরকারের অনুমতি পাওয়ার জন্য যে সময় দরকার তা নেই।

লকডাউনের কারণে ঘরোয়া ফুটবল বন্ধ করে দেয়ার কারণেই ১৪ এপ্রিল ঢাকায আবাহনী ও ঈগলসের ম্যাচটি হতে পারেনি। এখন কি সম্ভব? ‘২৮ এপ্রিলের পর লকডাউন থাকবে কিনা জানি না। তবে আমাদের লিগ তো শুরু হচ্ছে। লিগ চলতে পারলে এএফসি কাপের ম্যাচও সম্ভব। সেক্ষেত্রে আমরা দেখবো আন্তর্জাতিক ফ্লাইট ওপেন হয় কিনা। যদি ফ্লাইট ওপেন হয় তাহলে ২ মে ম্যাচটি খেলতে চাই ঢাকায-সেভাবেই প্রস্তাব দেবো এএফসিকে। কারণ, আমরা হোমে খেলার সুযোগ নস্ট করবো কেন। আর যদি ফ্লাইট চালু না হয় তাহলে গোয়ায় গিয়ে খেলবো বলে জানাবো। ব্যাঙ্গালুরুকে আমরা বলেছি তারা যেন ভিসার বিষয়ে সহযোগিতা করে। তারা করবে বলে প্রতিশ্রতি দিয়েছে’-বলছিলেন রুপু।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent