বাসস : ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৭:১৬:০৬
বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে খেলতে রাজী হওয়ায় জুভেন্টাস, ইন্টার ও এসি মিলানকে কোন ধরনের শাস্তি দিবে না বলে নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘অবশ্যই না, যে পরিকল্পনার কোন ভিত্তি নেই সেজন্য কাউকে শাস্তি দেবার কোন প্রশ্নই আসেনা।’
ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব সুপার লিগে না খেলার ঘোষণা দেবার একদিনের মধ্যে গতকাল প্রস্তাবিত এ আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তিন ইতালিয়ান শীর্ষ ক্লাব। আর এর মাধ্যমে কার্যত পুরো পরিকল্পান ভেস্তে যাওযায় সুপার লিগ নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে পরিকল্পনাকারীরা।
বুধবার লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদর সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সুপার লিগে অংশ নেবার সিদ্ধান্ত জানানো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাই এখন কেবলমাত্র টিকে রয়েছে যাদের সরে যাবার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও গ্রাভিনা জানিয়েছেন ক্লাবগুলোর এ সিদ্ধান্ত সুপার লিগের আয়োজকদের জন্য একটি সতর্কবার্তা। এর ফলে পুরো পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবে সুপার লিগ কর্তৃপক্ষ।
গ্রাভিনা আরো বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে আবারো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু পুরো বিষয়টি আমাদের সবার জন্য একটি সতর্কবাণী। সবকিছু সবসময় কাজ করে না, এ বিষয়টি আমাদের মানতে হবে। আবার যেন এ ধরনের কোন বিতর্কিত বিষয় ভবিষ্যতে ফুটবলে সামনে চলে না আসে নীতিনির্ধারকদের সেই বিষয়টির প্রতি মনোযোগী হতে হবে।’
Rent for add