শিরোপার আরো কাছে ইন্টার

অধিনায়ক ও গোলরক্ষক সামির হানডানোভিচের আরো একটি ভুলের কারণে তলানির দিকে থাকা স্পেজিয়ার সাথে ১-১ গোলে ড্র করে সিরি-এ লিগে শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে রয়েছে ইন্টার মিলান। এ ড্রয়ের ফলে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের থেকে ১০ পয়েন্ট এগিয়ে ইতালিয়ান লিগ টেবিলের শীর্ষে রয়েছে এন্টোনিও কন্টের দল। লিগে বাকি রয়েছে আর মাত্র ৬ রাউন্ড।

বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে অংশগ্রহণ ও পরবর্তীতে তার থেকে নাম প্রত্যাহারের পর এ প্রথম মাঠে নেমেছিল ইন্টার। কিন্তু নিজেদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেনি কন্টে বাহিনী। দিনের শুরুতে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলান ঘরের মাঠে বুধবার সাসুলোর কাছে ২-১ গোলে পরাজিত করেছে। সে কারণে ইন্টারের সামনে সুযোগ ছিল নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবার।

রোববার আত্মঘাতি গোলে নাপোলির সাথে ১-১ গোলে ড্র করে এবারের লিগে টানা ১১ ম্যাচে জয়ের ধারা থেকে বেরিয়ে এসেছিল ইন্টার। ঐ ম্যাচে হানডানোভিচের আত্মঘাতি গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ইন্টার। কালও স্তাদিও আলবার্তো পিকোর মাঠে ১২ মিনিটে দিয়েগো ফারিয়াসের শট হানডানোভিচের হাতের নীচ দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিক স্পেজিয়া। ৩৯ মিনিটে আচরাফ হাকিমির ক্রসে ইভান পেরিসিচ গোল করে সমতা ফেরান। সব ধরনের ফুটবলে ইন্টারের হয়ে পেরিসিচের এটি ২০০তম ম্যাচ। রেলিগেশন জোন থেকে এখন পাঁচ পয়েন্ট দূরে রয়েছে স্পেজিয়া।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent