নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০২১, বুধবার, ২০:৩৫:৩৯
শনিবার কলকাতার একটি হাসপাতালে পায়ের অপারেশন হয়েছে জাতীয় দল ও আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের। রাত কাটিয়ে পরের দিন সকালেই হাসপাতাল থেকে হোটেল ওঠেন জীবন। বুধবার ঢাকায় ফেরার টিকিট করা ছিল।
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বৃদ্ধি পাওয়ায় কলকাতায় আটকে পড়েছেন জীবন। কিভাবে, কবে আসবেন তা ঠিক নেই। ২৮ এপ্রিল শেষ হবে আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা। এতো লম্বা কলকাতায় থাকতেও চাননা তিনি।
বাংলাদেশের গণমাধ্যমকে জীবন জানিয়েছেন তিনি সড়কপথে হলেও ঢাকায় ফিরতে চান। কারণ, সঙ্গে কাউকে না নেয়ায় সেখাকে নিঃসঙ্গতা অনূভব করছেন দেশসেরা এই স্ট্রাইকার।
জানা গেছে, আবাহনীও তাকে সড়কপথে কিভাবে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা করছে। বুধবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। এখন আবাহনী চাইছে কলকাতা থেকে জীবনকে যশোর পর্যন্ত সড়কপথে আনতে। তারপর যশোর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা আনা হবে।
Rent for add