বাসস : ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২৩:০০:৩৭
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা লিডস ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করে আরো পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
এ ড্রয়ের ফলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুল লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের থেকে দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে।
লিডসের অ্যালান্ড রোডে ৩১ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল রেডরা। ম্যাচ শেষের তিন মিনিট আগে কর্ণার থেকে হেডের সাহায্যে দিয়েগো লোরেন্টে লিডসের হয়ে সমতা ফেরান। লিডসের জার্সিতে এটাই লোরেন্টের প্রথম গোল।
প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চারটি দল সাধারণত পরের বছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু ছয় বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লিভারপুল যদি শীর্ষ চারে থেকে এবারের লিগ শেষ করে তাহলেও সুপার লিগের কারণে উয়েফার নিষেধাজ্ঞায় পড়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে পারে।
Rent for add