চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ

লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি বনাম বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলা শেষ হবার পর নিশ্চিত হয়ে গেছে ইউরোপীয় অভিজাত ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ।

সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। স্প্যানিশ কোচের অধীনে এ প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা। আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম লেগের ম্যাচ। ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ৪ মে।

অপর সেমিফাইনালে চেলসির মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদের। ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম লেগের সেমিফাইনাল। দুই ক্লাবের ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ মে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।

বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাদের প্রথমবারের মত শেষ চারে উঠার রেকর্ড। ডর্টমুন্ডের সিগন্যাল ইডুনা পার্কে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক ডর্টমুন্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহারেজের পেনাল্টি ও ফিল ফোডেনের শক্তিশালী স্ট্রাইকে ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে দ্বিতীয়বারের মত শেষ চার নিশ্চিত করে সিটি।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সাথে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় লিভারপুল। ঘরের মাঠে কালকের ম্যাচে বেশ কয়েকটি ভাল সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে পারেনি অল রেডরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent