আর কিউব ফাউন্ডেশনের ইফতার বিতরণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর বর্তমান সময়ের আলোচিত তরুণ ফুটবল সংগঠক ‘আর কিউব ফাউন্ডেশন’ এর জেনারেল সেক্রেটারি সৈয়দ রিয়াজুল করিমের উদ্যোগে আজ বুধবার পহেলা রামাদানে রাজধানীর বিভিন্ন প্রান্তে গবীর, দু:স্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

‘আর কিউব ফাউন্ডেশন’ এর উদ্যোগে রামাদান জুড়েই রাজধানী ও রাজধানীর বাইরে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। গত বছর করোনার সময় বিভিন্ন স্থানে যখন লকডাউন ঘোষণা করেছিল সরকার, তখনও এই ‘আর কিউব ফাউন্ডেশন’ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল।

সৈয়দ রিয়াজুল করিম বর্তমানে বাফুফে উইমেন্স কমিটি, ডেভেলপমেন্ট কমিটি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি ফুটবলবাংলাদেশ.কম-কে বলেন, ‘আর কিউব ফাউন্ডেশন’ সবসময়ই সমাজের অসহায় মানুষের পাশে ছিল, ভবিষৎতেও থাকবে। তিনি জানান, শুধু দু:স্থ, অসহায়, গবীরই নয়, ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত খেলোয়াড়, সংগঠক ও সংগঠনে নানানভাবে সহায়তা করে আসছে।

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল চেয়ারম্যান সৈয়দ বিয়াজুল করিম বলেন, গত বছর প্রাণঘাতি করোনাভাইরাস দেশজুড়ে দেখা দিলে সেসময় তিনি বিভিন্ন ক্রীড়াবিদ ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে ‘আর কিউব ফাউন্ডেশন’ এর মাধ্যমে উপহার সামগ্রী হিসেবে উন্নতমানের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়েছেন। বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ আবারো নেয়া হচ্ছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent