নিজস্ব প্রতিবেদক : ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২০:৪৪:২১
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১ টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি টিকা নেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই হাসপাতালেই কাজী মো. সালাউদ্দিন নিয়েছিলেন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ। একই সঙ্গে কাজী মো. সালাউদ্দিনের স্ত্রীও টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও মুগদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর আহমেদুল করিমসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Rent for add