বাসস : ১০ এপ্রিল ২০২১, শনিবার, ২১:৩৯:১০
লিলির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় পিএসজি ফরোয়ার্ড নেইমার লিগ ওয়ানের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফরাসী পেশাদার লিগের ডিসিপ্লিনারি কমিশন বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
টিয়াগো ডিয়ালোর সাথে বিতন্ডায় জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঠ ত্যাগে বাধ্য হন নেইমার। এ ঘটনায় ডিয়ালোকেও লাল কার্ড দেখানো হয়। কিন্তু ম্যাচের শেষে পিএসজির থেকে তিন পয়েন্ট ছিনিয়ে ঐ তিন পয়েন্টের ব্যবধানেই বর্তমান চ্যাম্পিয়নদের পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে লিলি।
নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শনিবার স্ট্রসবার্গ ও সপ্তাহের শেষে সেইন্ট এতিয়েনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দুটিতে খেলতে পারছেন না। এলএফপি এ ঘটনায় ডিয়ালোকেও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে।
দুই মাসের ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। গত ১৫ লিগ ম্যাচে এ নিয়ে তিনবার লাল কার্ড পেলেন নেইমার।
Rent for add