নিজস্ব প্রতিবেদক : ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০:৫১:৪৬
ফিফা যে বাফুফের ফান্ড বন্ধ করেনি সেটির আবারো প্রমাণ দিলেন বাফুফে বস কাজী মো. সালাউদ্দিন। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি, ফিফা বাফুফের ফান্ড বন্ধ রেখেছে। কিন্তু সেটি সত্যি নয়। কারণ আজ (বুধবার) আমি ফিফার থেকে ফান্ড পেয়েছি। এমন কী ১৫ দিন আগেও পেয়েছি।
এর আগে মঙ্গলবার বাফুফে সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছিলেন ফিফা বাফুফের ফান্ড বন্ধ করেনি। যেটির প্রমাণও তিনি মিডিয়ায় দেখিয়েছিলেন। তিনি জানান, সবসময়ই ফিফা টাকা পাঠানোর আগে ও পরে কিছু পর্যবেক্ষণ করে।
কিছু দিন ধরে কিছুকিছু মিডিয়া বলছে ফিফা বাফুফে ফান্ড বন্ধ রেখেছে, বাফুফে অর্থ সংকটে রয়েছে এমন নেতিবাচক খবর যে সত্যি নয়, সেটা আরো একবার প্রমাণ করলো বাফুফে। বুধবার বাফুফে ১০ লক্ষ টাকার পৌরকর পরিশোধ করে এটাই প্রমাণ করেছে বাফুফে মোটেও অর্থ সংকটে নেই।
মতিঝিলস্থ টয়েনবি সার্কুলার রোডের ১৪/বি হোল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৌরকর বাবদ ১০ লক্ষ টাকার চেক নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশননের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে হস্তান্তর করেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা মো. আবু হোসেনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
Rent for add