নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১৯:৫৯:০২
১৪ এপ্রিল ঘরের মাঠের ম্যাচ দিয়ে এএফসি কাপ শুরুর কথা আবাহনীর। কিন্তু করোনাভাইরাস বৃদ্ধি ও লকডাউনের কারণে আকাশী-নীলদের এএফসি কাপ অনিশ্চিত। বাফুফে বিষয়টি জানিয়েছে এএফসিকে। বাংলাদশের অবস্থাও তুলে ধরেছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির কাছে। কিন্তু বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বাফুফেকে কিছু জানায়নি এএফসি।
এই ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ কারা সেটা কয়েক ঘন্টা আগেও ছিল অজানা। কারণ, সাউথ এশিয়ান জোনের প্রিলিমানিরি রাউন্ড-১ বিজয়ী একটি দল খেলবে আবাহনীর বিপক্ষে রাউন্ড-২ তে।
প্রিলিমিনারি পর্ব জিতে আবাহনীর প্রতিপক্ষ হয়েছে মালদ্বীপের ক্লাব ঈগলস। বুধবার সন্ধ্যায় তারা ২-০ গোলে ভুটানের থিম্পু সিটিকে হারিয়ে নাম লিখিয়েছে রাউন্ড-২ তে।
১০ মিনিটে হাসান আহমেদ ও ৯০ মিনিটে মোহাম্মদ নাইম গোল করে দলকে তুলে নেয় প্রিলিমিনারি পর্বের দ্বিতীয় রাউন্ডে। ১৪ এপ্রিল ম্যাচ হলে ঢাকার বিমান ধরবে মালদ্বীপের ক্লাবটি।
Rent for add