ফুটবলের সেমিফাইনাল মঙ্গলবার


বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মেয়েদের ফুটবল শেষ হয়েছে রোববার। ছেলেদের ফুটবল গড়িয়েছে সেমিফাইনালে। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াই।

সোমবার গেমস পুরুষ ফুটবলে ‘এ’ গ্রুপের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ২-১ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের ফারুক ও জিল্লুর গোল করেন। সেনাবাহিনীর তারেক একটি গোল শোধ দেন। দিনের অন্য ম্যাচে পাবনা মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে খুলনা জেলা।

সিলেট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেনাবাহিনী গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে। মঙ্গলবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে দুপুর ১টায় বিকেএসপি মুখোমুখি হবে সেনাবাহিনীর। দ্বিতীয় সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় সিলেট লড়বে সাতক্ষীরার বিপক্ষে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent