শো কজ হাতে নিয়ে দেশের পথে জেমি


বাংলাদেশ ফুটবলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার বহুবার ছুটি কাটাতে দেশে গিয়েছেন জেমি ডে। তবে রোববার এই ইংলিশ কোচ ছুটিতে গেলেন তেঁতো অভিজ্ঞতা নিয়ে। শনিবার বাফুফে সভাপতির নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে নেপালের ফাইনাল নিয়ে। একই দিন তিনি পেয়েছেন শো কজ। সেটা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) থেকে।

গত ২৯ মার্চ কাঠমান্ডুতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়ার কারণে জেমি ডে’কে এই শো কজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে আনফা।

৪৮ ঘণ্টা সময় দিয়ে গতকাল (শনিবার) জেমিকে এই কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছে নেপাল। জেমির জবাব পাওয়ার পর তা আনফা তাদের ডিসিপ্লিনারি কমিটিকে পাঠাবে। ডিসিপ্লিন কমিটিই সিদ্ধান্ত নেবে জেমির ভাগ্যে কী আছে। ধারণা করা হচ্ছে, এই নিয়ম ভাঙার কারণে জেমিকে জরিমানাও গুনতে হতে পারে।

গত ২৯ তারিখ ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হারের পর জেমি ডে সংবাদ সম্মেলনে না গিয়ে ফিফার নিয়ম ভঙ্গ করেছেন। ফিফা ও এএফসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচের উপস্থিতি বাধ্যতামূলক। যা মানেননি জেমি ডে।

এদিকে ছুটি নিয়ে আজ (রোববার) নিজ দেশের বিমান ধরেছেন বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ও স্টুয়ার্ট ওয়াটকিস। কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করছে কবে তিনি বা তারা দেশে ফিরবেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent