বিশাল জয় মাগুরার মেয়েদের


বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ফুটবলে বিশাল জয় পেয়েছে মাগুরা। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় মাগুরা জেলা ৯-০ গোলে ফরিদপুর জেলাকে হারিয়েছে।

মাগুরার হ্যাটট্রিক করেছেন মাবিয়া। তিনি গোল করেছেন ২, ২৫ ও ৪৮ মিনিটে। দুটি গোল করেছেন অর্পিতা ৪৫ ও ৬৫ মিনিটে। বাকি চার গোল করেছেন রিমা ২২ মিনিটে, সন্ধা ২৪ মিনিটে, জয়ন্তী ৮০ মিনিটে ও রত্না ৮৩ মিনিটে।

প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২-০ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আরিফা আক্তার ও জেসমিন একটি করে গোল করেন।

মেয়েদের ফুটবলে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপের চার দল-ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি ফুটবল দল। ‘বি’ গ্রুপের চার দল-মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় ফুটবল দল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent