সেমিফাইনালে রাজশাহীর মেয়েরা


গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে রাজশাহী। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেমসের নারী ফুটবলের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা ৭-১ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়েছে।

রাজশাহীর সংক্রান্তি বালা ও শাহিনা আক্তার ২টি করে এবং সুমাইয়া আক্তার, শ্রীমতি কর্নফুলী ও নিপা রানী ১টি করে গোল করেন।

প্রথম ম্যাচে আনসার ভিডিপি ১৭-০ গোলে খুলনাকে হারিয়েছে। আনসার ও ভিডিপি হয়েছে গ্রুপ রানার্সআপ। দুই দলই গেমস ফুটবলের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent