কৃষ্ণার ৭ গোলে বিশাল জয় কিংসের


বসুন্ধরা কিংসের বড় জয় দিয়ে বুধবার শুরু হয়েছে নারী ফুটবল লিগ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নরা ১৪-১ গোলে হারিয়েছে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবকে।

প্রথম ম্যাচ যেন হয়েছিল কৃষ্ণা রানী সরকারের গোল প্রদর্শণীর। টাঙ্গাইলের এই ফরোয়ার্ড একাই করেছেন ৭ গোল। শিউলি আজিম করেছেন ৪ গোল। দুটি করেছেন স্বপ্না এবং একটি সাবিনা খাতুন।

দ্বিতীয় মিনিটে গোলের সূচনা করেছেন কৃষ্ণা রানী সরকার। ২৩ মিনিটে দ্বিতীয় গোল এবং ৫০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জাতীয় দলের এই খেলোয়াড়। ৫৩, ৬৩ ও ৮২ মিনিটে আরো তিন গোল করে ডাবল হ্যাটট্রিক করেন কৃষ্ণা। শেষ গোল করেছেন ৮৯ মিনিটে।

শিউলি আজিম ৬, ৩৭, ৪৫ ও ৫৮ মিনিটে গোল করেছেন। সিরাত জাহান স্বপ্না ৭৪ ও ৭৯ মিনিটে এবং সাবিনা ৩১ মিনিটে করেছেন গোল।

সদস্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের তনিমা পেনাল্টি থেকে একটি গোল করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent