নিজস্ব প্রতিবেদক : ২৮ মার্চ ২০২১, রবিবার, ১৯:৫৮:৫৩
বাংলাদেশ গেমস ফুটবলের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ থাকলেও একটি হয়নি পাবনা মাঠে না আসায়। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পাবনা মাঠে না আসায় ওয়াক ওভার পায় বাংলাদেশ সেনাবাহিনী।
নেত্রকোনা ও খুলনার মধ্যকার দিনের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। নেত্রকোনা জেলা দলের অমিত হাসান ৭৪ মিনিটে গোল করেন। রনির গোলে সমতায় ফেরে খুলনা।
Rent for add