সৈয়দ রিয়াজুল করিম; কাঠমান্ডু, নেপাল থেকে : ২৪ মার্চ ২০২১, বুধবার, ৪:০৯:১৫
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে কিরগিজস্তানের অলিম্পিক টিমের বিপক্ষে কাঙ্খিত জয় পাওয়া বাংলাদেশ জাতীয় দল এখন ফুরফুরে মেজাজে রয়েছে। যদিও এ প্রত্যাশিত জয়টি আত্মগাতী গোল থেকে এসেছে। তারপরও ফাইনালে খেলার স্বপ্ন বুনে জামাল ভূঁইয়ারা বেশ চাঙা আছেন।
আজ বুধবার কোচ জেমি ডে অনুশীলনের সিডিউল রাখেননি। ফলে জাতীয় দলের খেলোয়াড়রা একটু বিশ্রাম পাচ্ছেন। সকাল বেলাটা হয়ত হোটেল লবিতে তারা ঘুরেফিরেই বেড়াবেন। তবে বিকালের সিডিউলে থাকছে শুধুমাত্র জিম আর পুল সেশন।
কিরগিজস্তানের অলিম্পিক টিমের বিপক্ষে কাঙ্খিত জয়ে বাংলাদেশ অনেকটা ফাইনালে পা দিয়ে রেখেছে। লাল-সবুজ জার্সীধারীরা আগামী ২৭ মার্চ স্বাগতিক নেপালের মোকাবিলা করবে।
এর আগে ২৫ মার্চ নেপাল-কিরগিজস্তান ম্যাচটির ভাগ্য কী রয়েছে সেটাও দেখার বিষয়। নেপাল জিতে গেলে বাংলাদেশ এক ম্যাচ আগেই পৌঁছে যাবে ফাইনালে। কিন্তু স্বাগতিকরা হেরে গেলে নিজস্ব দ্বিতীয় ম্যাচে নেপালের সাথে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে জেমি ডের শিষ্যদের।
Rent for add