নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ২২:২০:৫২
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নোফেল স্পোর্টিং ক্লাব সহজ জয় পেয়েছে। মঙ্গলবার তারা ৪-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মো. হেলাল ১৪ ও ৫৩ মিনিটে দুটি এবং মো. নাজিম উদ্দিন মিঠু ও মো. সাগর ৩০ ও ৭৮ মিনিটে একটি করে গোল করেন।
এদিকে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব ও ফর্টিস স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফর্টিস স্পোর্টিং ক্লাবের হাসানুজ্জামান ২১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন।
কিন্তু বিরতির পর অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবের আজাদ ৪৮ মিনিটে গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান।
মঙ্গলবার দুটি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
Rent for add