নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২:৫০:১৬
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
লাল-সবুজ জার্সীধারীরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই হিমালয়কন্যার দেশে গেলেন। কিন্তু কোচ জেমি ডে বলছেন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভাল করার প্রত্যয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক এ ফুটবল টুর্নামেন্ট ২৩-২৯ মার্চ পর্যন্ত দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।
Rent for add