শেষ মুহূর্তে শিষ্যদের ঝালিয়ে নিলেন জেমি ডে…

নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ১৮ মার্চ কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাই আজ ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেমি ডে শিষ্যরা শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিলেন।

লাল-সবুজ জার্সীধারীরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই হিমালয়কন্যার দেশে যাচ্ছেন। কিন্তু কোচ জেমি ডে বলছেন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভাল করার প্রত্যয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক এ ফুটবল টুর্নামেন্ট ২৩-২৯ মার্চ পর্যন্ত দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent