মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

বার্সেলোনার জার্সি গায়ে আরো একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজের কাতালান জায়ান্টদের হয়ে সবধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন মেসি। আর অনন্য এই রেকর্ড স্পর্শ করার দিনে বার্সাকে উপহার দিয়েছেন দাপুটে এক জয়। তার জোড়া গোলেই সোমবার হুয়েস্কাকে লা লিগায় ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

ক্যাম্প ন্যুতে প্রথমার্ধের ১৩ মিনিটে তার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘বার্সার ইতিহাসে সে-ই (মেসি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমনকি এখনো প্রতিদিনই সে নিজেকে পরিণত করে তুলছে।’

মেসির পথ ধরেই ফরাসী তারকা আঁতোয়ান গ্রীজম্যান দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে ইনজুরি টাইমে বিতর্কিত এক পেনাল্টিতে রাফা মির হুয়েস্কার হয়ে এক গোল পরিশোধ করেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে মেসির ক্রসে অস্কার মিনগুয়েজার হেডে আবারো ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এরপর কাতালান জায়ান্টদের হয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন মেসি। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে আর মাত্র চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।

৩৩ বছর বয়সী মেসি ছিলেন ম্যাচের মূল আকর্ষণ। এই ম্যাচের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে কেন তিনি বিশ্বসেরা। একইসাথে এই বয়সেও ক্যারিয়ারের ইতি টানার কোন আগ্রহ বা কারণ নেই বলেও প্রতি ম্যাচেই তিনি জানান দিচ্ছেন। বার্সার জার্সিতে তিনি ৭৬৭ ম্যাচে ৬৬১ গোল করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent