নিজস্ব প্রতিবেদক : ১৪ মার্চ ২০২১, রবিবার, ০:৫৫:৪২
বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট নিয়ে তোড়জোড় শুরু করেছে। যা আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে স্বাগতিক নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান।
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ৯ মার্চ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ৩১ সদস্য বিশিষ্ট দলের নাম ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৩ মার্চ ছিল ফুটবলারদের ক্যাম্পে রিপোর্টিং করা। কিন্তু ক্যাম্পে ডাক পাওয়া ৩১ ফুটবলারের মধ্যে ২৭ জন যোগ দিয়েছেন। অবশিষ্ট ৪ জন দু একদিনের মধ্যেই যোগ দিবেন বলে জানা গেছে।
অধিনায়ক জামাল ভূঁইয়া বর্তমানে আই লিগ খেলছেন। তাকে ১৮ মার্চ ছাড়বে কলকাতা মোহামেডান। কোচ জেমি ডে বলেছেন কয়েকদিন পর তিনি দলের সাথে যোগ দেবেন।
অন্য যে তিনজন যোগ দেননি তাদের মধ্যে দুইজন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও আনিসুর রহমান জিকো এবং ফরোয়ার্ড আবদুল্লাহ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে রানা, জিকো ও আবদুল্লাহ রোববার ক্যাম্পে যোগ দেবেন।
উল্লেখ্য নেপালের টুর্নামেন্টে অংশ নিতে ১৮ মার্চ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু যাবে। বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তান অলিম্পিক দল এতে অংশ নিচ্ছে। লিগভিত্তিক খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।
বাংলাদেশ দল
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ
মিডফিল্ডার : মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি , রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা।
ফরোয়ার্ড : মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।
Rent for add