নিজস্ব প্রতিবেদক : ১৪ মার্চ ২০২১, রবিবার, ০:২৮:৫৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ১৫ মার্চ থেকে দেশের ৭টি আঞ্চলিক ভেন্যুতে ৪২টি অনূর্ধ্ব-১৪ জেলা ফুটবল দল নিয়ে পর্যায়ক্রমে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে।
ভেন্যুগুলো হচ্ছে যথাক্রমে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম ও কুষ্টিয়া জেলা স্টেডিয়াম।
এ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মো. আমের খান, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
এ নিয়ে সপ্তমবারের মত এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে বিশ হাজার টাকা করে দেয়া হচ্ছে। ৭টি আঞ্চলিক হোস্ট ভেন্যুকে ত্রিশ হাজার টাকা করে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, অংশগ্রহণকারী প্রতিটি দলকে খেলার ম্যাচ বল দেয়া হবে। আঞ্চলিক ভেন্যুর ৭টি চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে।
চূড়ান্তপর্বের চ্যাম্পিরন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল পঞ্চাশ হাজার টাকা, রানার্সআপ দল পঁচিশ হাজার টাকা, ফেয়ার প্লে দলকে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ট্রফি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি, সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি, সেরা আঞ্চলিক ভেন্যুকে ক্রেস্ট প্রদান করা হবে।
Rent for add