নিজস্ব প্রতিবেদক : ১২ মার্চ ২০২১, শুক্রবার, ১৮:৪৮:৩০
বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্ব আর এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের অবশিষ্ট তিন ম্যাচই কাতার গিয়ে খেলতে হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আজ শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়ে দিয়েছে ম্যাচগুলো কাতারেই হবে। এর ফলে লাল-সবুজ পতাকাধারীদের ঘরের মাঠে খেলার সুযোগ হচ্ছে না।
এএফসি সিডিউল অনুযায়ী আগামী ২৫ মার্চ সিলেটে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ হবার কথা ছিল। কিন্তু আফগানিস্তান করোনার অজুহাতে বাংলাদেশে খেলতে আসবে বলে জানিয়ে দিয়েছিল। মার্চের ম্যাচ এখন চলে গেল মে-জুনে।
উল্লেখ্য ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে বাছাইপর্বের খেলা। এএফসি ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী ৩ জুন বাংলাদেশ ও আফগানিস্তান মোকাবিলা করবে। এর পর ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
Rent for add