ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান দ্বৈরথ ড্র


ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এসি মিলানের মধ্যেকার ইউরোপা রিগের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে জেতেনি কেউই। তবে মহামূল্যবান অ্যাওয়ে গোল পেয়েছে এসি মিলান।

৫০ মিনিটে আতালান্তা থেকে এই জানুয়ারিতে দলে আসা উইঙ্গার আমাদ দিয়ালোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। যখন মনে হচ্ছিল এই এক গোলেই ম্যাচ শেষে জয়ের হাসি হাসবে ম্যানচেস্টার ইউনাইটেড, তখনই বাদ সাধলেন মিলানের ড্যানিশ সেন্টারব্যাক সিমোন কায়ের।

ম্যাচের একদম শেষ মুহূর্তে হেড থেকে করা এক গোলেই ম্যাচে সমতা নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent