জেলা লিগ আয়োজনের দায়িত্ব ডিএফএ’র : কাজী মো. সালাউদ্দিন


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন,’জেলার লিগ আয়োজনের দায়িত্ব জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ)। লিগ আয়োজনের জন্য ফিফা ১০০ টাকাও বাফুফেকে দেয় না।

বুধবার বাফুফে ভবনে জেলা ফুটবল লিগ কমিটির সভায় এক কথা বলেছেন কাজী মো. সালাউদ্দিন। তিনি এই কমিটির চেয়ারম্যান।
বাফুফে সভাপতি সভায় অভিযোগ করে বলেছেন, ‘আমি দেখেছি কোনো কোনো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমে বক্তব্য দেন, তার জেলায় লিগ হয় না। আমার দিকে আঙুল তুলেই অভিযোগ করেন। কিন্তু সেই লিগ করা কিন্তু তাদেরই দায়িত্ব, বাফুফের নয়। ফিফা তো আমাদের লিগ আয়োজনের জন্য ১০০ টাকাও দেয় না। ফোরাম (বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ) নির্বাচনের সময় বেশি সক্রিয় থাকে, ফুটবল নিয়ে নয়।’

জেলার ফুটবল সংগঠকরা ভোট নিয়ে যেমন সক্রিয় হন, তেমন ফুটবল নিয়ে হলে জেলা থেকে অনেক ফুটবলার বেরিয়ে আসবে উল্লেখ করে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘তাদের ভোট নিয়ে যতটা আগ্রহ দেখা যায়, ফুটবল নিয়ে ততটা দেখা যায় না। আমি জেলার ফুটবল সংগঠকদের বলছি, আপনারা লিগ করেন। লিগ আয়োজন করে যদি জাতীয় দলে ফুটবলার পাঠান। যদি দেখি ৫ জন পেশাদার লিগে খেলছেন এবং জাতীয় দলে নক করছে। তাহলে আপনাদের আমি হাতি দিয়ে সংবর্ধনা দেব। আপনি আমাকে হাতি দিয়ে সংবর্ধনা দেবেন না।’

ফুটবল তৈরি করে কোনো জেলা যদি বাফুফেতে এসে সাপোর্ট চান, তাহলে বাফুফে চেষ্টা করবে উল্লেখ করে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা ফুটবল উন্নয়নের অংশ। তাই কেউ সক্রিয় থেকে ফুটবলার তৈরি করলে আমরা তাদের পাশে থাকব।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent