জামালের অপেক্ষায় বাফুফে

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অপেক্ষায় বাফুফে। তাকে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উত্তর মেলেনি। বর্তমানে জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলছেন।

বাফুফে চাইছে জামাল ভূঁইয়াকে নিয়েই নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। যে কারণে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে এ তারকা ফুটবলারকে রেখেই ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন।

আগামী ২১-২৯ মার্চ এ টুর্নামেন্ট নেপালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে কিরগিজস্তান। নেপালেই ওই টুর্নামেন্ট চলাকালীন সময় জামাল ভূঁইয়ার আই লিগে দুটি ম্যাচ রয়েছে। তাই সংশয় জেগেছে জামাল ভূঁইয়াকে কী পাওয়া যাবে। এদিকে ১৩ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

আজ বুধবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘নিয়ম আছে ফিফা উইন্ডোতে ন্যাশনাল টিম কল করলে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা জামাল ভূঁইয়াকে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। তবে জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন বিষয়।’

এদিকে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফুটবলবাংলাদেশ.কম-কে জানিয়েছেন, কলকাতা মোহামেডানকে আমরা চিঠি পাঠিয়েছি। এখনো উত্তর পাইনি। তবে তাদের চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent