নিজস্ব প্রতিবেদক : ১০ মার্চ ২০২১, বুধবার, ১৭:৩৮:৩০
উত্তরা ফ্রেন্ডস ক্লাব ১:০ ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ
তৃতীয় বিভাগ ফুটবল লিগে উত্তরা ফ্রেন্ডস ক্লাব জিতেছে। আজ বুধবার তারা ১-০ গোলে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘকে পরাজিত করে। প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। ৬৭ মিনিটে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সজিবুল ইসলাম পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন।
শান্তিনগর ক্লাব ১:১ কিংস্টার স্পোর্টিং ক্লাব
তৃতীয় বিভাগ ফুটবল লিগে শান্তিনগর ক্লাব ও কিংস্টার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১ মিনিটে মিরাজুল ইসলামের গোলে কিংস্টার স্পোর্টিং ক্লাব এগিয়ে যায়। তবে শান্তিনগর ক্লাবের মনজুরুল ইসলাম শাহীন ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান।
উল্লেখ্য আজ বুধবার দুটি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
Rent for add