বাসস : ৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ২২:১৫:১২
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গত ডিসেম্বরে এভারটনের মাঠে ১-০ গোলের হারের লজ্জা পেয়েছিল চেলসি। ফিরতি পর্বে নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ নিল চেলসি।
সোমবার রাতে ঘরের মাঠে চেলসি ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। এ জয়ের ফলে তারা ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। এভারটন ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে প্রথম এগিয়ে দেয় এভারটনই। ম্যাচের ৩১ মিনিটে বেন গডফ্রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সের বাঁ-প্রান্ত দিয়ে নিচু ক্রস বাড়ান চেলসির মার্কোস আলোনসো। বল পেয়ে এভারটনের জালে শট নিয়েছিলেন কাই হার্ভাটজ। তার শট এভারটন ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।
উপহার পাওয়া গোল নিয়ে প্রথমার্ধ শেষ করে চেলসি। তবে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করে ফেলে চেলসি। নিজেদের ডি-বক্সে হার্ভাটজকে ফাউল করেন পিকফোর্ড। এতে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে জর্জিনহো গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে নেয় চেলসি।
Rent for add