নিজস্ব প্রতিবেদক : ৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১৭:৩৮:১৯
আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আমন্ত্রণমুলক ফুটবল টুর্নামেন্টের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ জেমি ডে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে কোচের ঘোষিত ২৪ সদস্যের দল আছেন নতুন পাঁচ মুখ।
বাংলাদেশের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে শনিবার। ২৪ জন-এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা নতুন।
বাংলাদেশ দল
গোলরক্ষক-আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ
মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি , রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা।
ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।
Rent for add