নিজস্ব প্রতিবেদক : ৮ মার্চ ২০২১, সোমবার, ২১:০৫:১৮
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে এখনো জটিলতা কাটেনি। বাংলাদেশ ঘরের মাঠেই আফগানিস্তানকে মোকাবিলা করতে চাইছে। কিন্তু করোনার দোহাই আসতে চাইছে না যুদ্ধবিধ্বস্থ আফগানিস্তান।
তবে ঘরের মাঠে খেলতে অনড় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু বারবারই বাংলাদেশকে ‘না’ বলছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ)। দুই পক্ষের অনড় অবস্থানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দিকে তাকিয়ে আছে উভয় দেশই।
আজ সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি বলেন, আমরা ঘরের মাঠেই খেলতে চাই। বিষয়টি এএফসি’কে অবহিত করেছি। অন্যদিকে আফগানিস্তানও তাদের না আসার একটি ব্যাখা দাঁড় করিয়েছে এএফসি’র সামনে।
ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন, এএফসি জানিয়েছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত জানাতে। কিন্তু আফগানিস্তান আমাদের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। কাজেই বিষয়টি আমরা এএফসিকে জানিয়ে দেব যে আমরা নিজেদের মাঠেই ম্যাচ খেলতে আগ্রহী।
Rent for add