নিজস্ব প্রতিবেদক : ৮ মার্চ ২০২১, সোমবার, ৪:০৮:৫১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে। রোববার প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি জানালেন এ তথ্য।
আব্দুস সালাম মুর্শেদী এমপি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বড় পরিসরে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তিনি জানান, টুর্নামেন্টে মোট ১৭টি দল খেলবে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব সরাসরি অংশ নেবে। তবে বাছাইপর্ব খেলে আসবে চারটি দল। জেলা ও সার্ভিসেস দলগুলো নিয়ে হবে বাছাইপর্ব।
স্বাধীনতা কাপ টুর্নামেন্ট অবশ্য ঘরোয়া ফুটবলের জন্য অনেকটা অনিয়মিত টুর্নামেন্টই বটে। এক বছর হলে দুই বছর থাকে ফাইলবন্দী- এভাবেই ১৯৭২ সাল থেকে হয়ে আসছে টুর্নামেন্টটি। এ পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে মাত্র দশ বার। সর্বশেষ হয়েছিল ২০১৮ সালে।
উল্লেখ্য এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমপর্ব ৭ মার্চ শেষ হয়েছে। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে দ্বিতীয় লেগের ট্রান্সফার উইন্ডো। এর পরই দ্বিতীয়পর্বের খেলা ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করে স্বাধীনতা কাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে।
Rent for add