নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ২১:০৫:১৯
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব জিতেছে। আজ বৃহস্পতিবার তারা ৩-২ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাবকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ফকিরেরপুল প্রথমার্ধেই তিন গোল তুলে নেয়। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করেছে ভিক্টোরিয়া।
ফকিরেরপুলের হয়ে সাইমন ১১ মিনিটে, জিলন ১৫ মিনিটে ও সবুজ ৪২ মিনিটে গোল করেন। অন্যদিকে ভিক্টোরিয়ার হয়ে ৭২ মিনিটে একটি গোল পরিশোধ করেন শান্ত।
আগামীকাল ৫ মার্চ সন্ধ্যা ৭টায় উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে মোকাবিলা করবে।
Rent for add