নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১৮:৩৫:০৩
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার গোল উৎসবে মেতে উঠেছিল। এক তরফার লড়াইয়ে তারা ৫-০ গোলের জয়ের উৎসব করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।
এ জয়ের ফলে শেখ রাসেল ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে পেয়েছে আরো দু’ গোল।
মাঠে বল গড়ানোর মাত্র ৬ মিনিটেই নাইজেরিয়ার ফরোয়ার্ড ওবি মোনেকের দর্শণীয় হেডে শেখ রাসেল এগিয়ে যায়। এর পর ২৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিয়ানাকার্লো রদ্রিগেজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩৬ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোল করেন।
প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়েও বাংলাদেশ পুলিশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি। এসময় তারা বেশ কিছু গোলের উৎস খুঁজে পেলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড়রা।
তবে দ্বিতীয়ার্ধেও শেখ রাসেল আক্রমণের ধারা অব্যহত রেখে আরো দুটি গোল তুলে নেয়। ৬৯ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ এবং ৮৪ মিনিটে গোল করেন সিওভুস আসরোরভ। ফলে বাংলাদেশ পুলিশের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
Rent for add