মুসলিম ইন্সটিটিউট জিতেছে

তৃতীয় বিভাগ ফুটবল লিগে দ্য মুসলিম ইন্সটিটিউট জয় পেয়েছে। তারা ৩-২ গোলে দিপালী যুব সংঘকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে টাঙ্গাইল ফুটবল একাডেমি ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের মধ্যে ২-২ গোলে খেলা ড্র হয়েছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার তৃতীয় বিভাগ ফুটবল লিগের এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দ্য মুসলিম ইন্সটিটিউট ৩:২ দিপালী যুব সংঘ

মুসলিম ইন্সটিটিউট ও দিপালী যুব সংঘ একে অপরের বিপক্ষে দারুণ লড়াই করেছে। প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। ম্যাচের পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে।

৫১ মিনিটে মামুন মিয়ার গোলে দিপালী যুব সংঘ এগিয়ে গিয়েছিল। তবে ৬৬ মিনিটে আল আমিনের গোলে সমতায় ফেরে মুসলিম ইন্সটিটিউট।

এর পর ৭৯ মিনিটে রিপনের গোলে লিড নেয় মুসলিম ইন্সটিটিউট। কিন্তু ৮৭ মিনিটে তৌহিদের গোলে দিপালী যুব সংঘ সমতায় ফেরে। তবে ৮৪ মিনিটে আল আমিনের গোলে মুসলিম ইন্সটিটিউটের জয় নিশ্চিত হয়।

টাঙ্গাইল ফুটবল একাডেমি ২:২ নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব

টাঙ্গাইল ফুটবল একাডেমি ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের মধ্যেকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। যদিও ২৬ মিনিটে শাহীন খানের গোলে টাঙ্গাইল প্রথমার্ধে লিড পেয়েছিল।

এর পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জয় কুমারের গোলে সমতায় ফেরে নারিন্দা। কিন্তু ৬০ মিনিটে হামিদুল হকের গোলে ফের এগিয়ে যায় টাঙ্গাইল। ৬৫ মিনিটে তানিন সরকারের গোলে নারিন্দা সমতায় ফেরে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent