নিজস্ব প্রতিবেদক : ৩ মার্চ ২০২১, বুধবার, ২৩:৫৭:৪০
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব সহজ জয় পেয়েছে। আজ বুধবার তারা ৩-০ গোলে হারিয়েছে ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেডকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে পেয়েছে আরো একটি গোল।
পক্ষান্তরে ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেডও বেশকিছু গোল পরিশোধের সুযোগ পেয়েছিল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলের দেখা পায়নি।
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ফয়জুল্লাহ, জীবন ও হাবিবুর যথাক্রমে ১৩ মিনিট, ৩৬ মিনিট ও ৫৫ মিনিটে একটি করে গোল করেন।
আগামীকাল ৪ মার্চ বিকেল ৫টায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং সন্ধ্যায় ৭টায় কারওয়ান বাজার প্রগতি সংঘ ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
Rent for add