নিজস্ব প্রতিবেদক : ৩ মার্চ ২০২১, বুধবার, ১৯:২৫:০১
তৃতীয় বিভাগ ফুটবল লিগে শান্তিনগর ক্লাব ও জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র জয় পেয়েছে।
বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শান্তিনগর ২-১ গোলে আরাফ স্পোর্টিং ক্লাবকে এবং জাবেদ ১-০ গোলে রেইনবো অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে।
শান্তিনগর ২:১ আরাফ
শান্তিনগর ক্লাব ২-১ গোলে আরাফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
শান্তিনগরের মঞ্জু মিয়া ২৪ মিনিটে ও সোহান মন্ডল ৫৭ মিনিটে গোল করেন। আরাফের মীর হামজা ৯০ +১ মিনিটে একটি গোল পরিশোধ করেন।
জাবিদ ১:০ রেইনবো
জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হেরেছে রেইনবো অ্যাথলেটিক ক্লাব।
শান্তিনগরের রিপন মোল্লা ৯ মিনিটে জয়সূচক গোল করেন।
Rent for add