নেপালে চারজাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ


আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২৫ মার্চ হওয়ার সম্ভাবনা নেই। এএফসি থেকে এখন আনুষ্ঠানিক খবরটি জানা বাকি। ইতিমধ্যে মার্চের নেপাল-অস্ট্রেলিয়া ম্যাচ পিছিয়ে জুনে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ ও্ আফগানিস্তানের ম্যাচটি হতে পারে ৩ জুন কাতারের দোহায়।

তাহলে কি মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না জামাল ভূঁইয়াদের? হবে। সেটা বিশ্বকাপ বাছাইয়ের নয়, একটি চারজাতি টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পিছিয়ে যাওয়ায় নেপাল চারজাতি টুর্নামেন্ট আয়োজন করবে ২১ থেকে ৩০ মার্চের মধ্যে। দেশটির রাজধানী কাঠমান্ডু অথবা পোখারায় হবে টুর্নামেন্ট। বাংলাদেশকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এই টুর্নামেন্টে। নেপালের একটি সূত্র জানিয়েছে, আফগিস্তানের বিপক্ষে ম্যাচ না হলে বাংলাদেশ টুর্নামেন্টে খেলবে।

বাংলাদেশ ও নেপাল ছাড়া চারজাতি টুর্নামেন্টের অন্য দুটি দেশের একটি হবে আফ্রিকার, অন্যটি হতে পারে ওসেনিয়া অঞ্চলের। আফ্রিকার লাইবেরিয়া ও ওসেনিয়া অঞ্চলের তাহিতিকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছে নেপাল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent