নিজস্ব প্রতিবেদক : ২ মার্চ ২০২১, মঙ্গলবার, ২:৫৯:১৬
অবশেষে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে। সোমবার তারা ৫-২ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে কাঙ্খিত এ জয় তুলে নেয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স-আরামবাগ লড়াইটি অবশ্য প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। তবে দ্বিতীয়াধেই গোলের ছড়াছড়ি হয়েছে। ম্যাচটিতে মোট ৭ গোল হয়েছে।
ব্রাদার্সের মোহাম্মদ ফয়সাল মাহমুদ ৪৫+৩ ও ৭১ মিনিটে দু’টি এবং স্যামসন ইলিয়াসু, সিও জুনাপিও এবং মোহাম্মদ মেজবাহ উদ্দিন যথাক্রমে ৫৫, ৬১ এবং ৯০+২ মিনিটে গোল করেন। আরামবাগের ইব্রাহিম মোরো ও নিহাত জামান উচ্ছ্বাস ১০ ও ৫৭ মিনিটে গোল করেন।
উল্লেখ্য প্রথম জয়ে ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স লিগ টেবিলের ১২তম স্থানে রয়েছে। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে আরামবাগ।
Rent for add