নিজস্ব প্রতিবেদক : ২ মার্চ ২০২১, মঙ্গলবার, ১:৩৩:২২
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফর্টিস স্পোর্টিং ক্লাব লিমিটেড ও স্বাধীনতা ক্রীড়া সংঘ জয় পেয়েছে। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফর্টিস স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩ : ২ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
ফর্টিস স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩-২ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে পরাজিত করে। ফর্টিসের হয়ে মো. হাসানুজ্জামান ৩২ ও ৪৪ মিনিটে দু’টি এবং মো. জাকির হোসেন জিকো ৬০ মিনিটে গোল করেন। ওয়ান্ডারার্সের সাকিব ব্যাপারী ও মুজাহিদ হোসেন যথাক্রমে ১১ ও ৭৫ মিনিটে দু’টি গোল পরিশোধ করেন।
স্বাধীনতা ক্রীড়া সংঘ ২ : ০ উত্তরা ফুটবল ক্লাব
স্বাধীনতা ক্রীড়া সংঘ ২-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডকে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।
স্বাধীনতা ক্রীড়া সংঘের রাসেল আহমেদ ৮ মিনিটে এবং হুমায়ুন কবির ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।
৩ মার্চ বিকেল ৫টায় ওয়ারী ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব এবং সন্ধ্যা ৭টায় ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মোকাবিলা করবে।
Rent for add