বাফুফে সভাপতির শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যে প্রতিদ্বন্দ্বিতা দেখছি তাতে আমি অত্যন্ত মুগ্ধ। ইতোমধ্যেই বিপিএল প্রথম ফেজের খেলা শেষপর্যায়ে। এবার বেশ কয়েকটি দল অসম্ভব ভাল পারফরম্যান্স করছে। এরকম শীর্ষ লিগে ক্লাবগুলো যেন আরো বিকশিত হয় সেজন্য আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি মনে করি বাংলাদেশের ফুটবলের স্টেকহোল্ডার যারা আছেন তারা ফুটবলের প্রতি আগ্রহ, সমর্থন ও সম্পর্ক জোরদার করতে এগিয়ে আসবে।

টি-স্পোর্টস’কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তাদের জন্য টিভি পর্দায় সবাই ঘরে বসে এসব খেলা উপভোগ করতে পারছেন। তারা ফুটবলকে ভালোবেসে এর প্রচার ও প্রসারে কাজ করছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গ্রাসরুটস চার্টারে ব্রোঞ্জ পদক পেয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। এএফসি কিংবা ফিফার মতো কোন স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে কোন কিছু অর্জন মানেই একটা অসাধারণ ব্যাপার। অধিকন্ত তৃণমূল ফুটবলে কর্মকাণ্ডের স্বীকৃতি অর্জন আরো আনন্দের বিষয়। তৃণমূল ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি অভিনন্দন জানাই এবং একই সঙ্গে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহকর্মীবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমরা ফুটবল উন্নয়নে যে সকল কার্যক্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিচালনা করছি তা বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://rb.gy/azh540

Rent for add

সর্বশেষ নিউজ

for rent