নিজস্ব প্রতিবেদক : ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৮:১৩:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক চেটিয়া প্রাধান্য নিয়ে খেলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নরা।
শিরোপা লড়াইয়ে ফিরতে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে হারানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না ৬ বারের চ্যাম্পিয়নদের। কিন্তু মাঠে আবাহনী নিজেদের নামের সুনাম রাখতে পারেনি। কিংসের সামনে মনে হয়েছে তাদের অসহায়।
বসুন্ধরা কিংসের বড় জয়ে আজেন্টাইন রাউল করেছেন জোড়া গোল, একটি করে গোল করেছেন জোনাথন ও খালেদ সাফেই। শেষ দিকে আবাহনীর হা্ইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্টকে বক্সে ফেলে দেন কিংসের দুইজন ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করে ব্যবধান কমান বেলফোর্ট।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো কিংস। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই পড়ে রইলো আবাহনী।
Rent for add