নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ২১:০৪:০২
টানা তিন ম্যাচ জেতা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল স্বাগতিক দল চট্টগ্রাম আবাহনী।
১৫ মিনিটে গোল দিয়ে ৫৪ মিনিটে গোল হজম করেছে চট্টগ্রামের দলটি। চট্টগ্রাম আবাহনী এগিয়ে গিয়েছিল রাকিব হোসেনের গোলে। মোহামেডানের গোল করেছেন রাকিব খান।
১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম আবাহনীরও। ড্রয়ের পর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে ওঠলো মোহামেডান, ৬ নম্বরে চট্টগ্রাম আবাহনী।
Rent for add